ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

‘বঙ্গবন্ধুর জীবন’ রচনা প্রতিযোগিাতয় দেশসেরা মহেশখালীর শাকিলা

প্রেস বিজ্ঞপ্তি :   জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর রচনা প্রতিযোগিতায় জাতীয়ভাবে সেরা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গত ২৬ অক্টোবর ঢাকায় পুরস্কার গ্রহন করেছেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের মেধাবী ছাত্রী শাকিলা আক্তার শাকি। সে মহেশখালী উপজেলার গোরকঘাটা ৫ নং ওয়ার্ড ঘোনারপাড়া নিবাসি নুরুল কবির ও শামসুন্নাহারের কন্যা এবং মরহুম গোলাম বারীর নাতনী। শহরের মোহাজের পাড়া ওকিল কলোনী নিবাসী কলাতলি সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন হোটেল সী হোমের ব্যবস্থাপক নুরুল ইসলাম নয়নের শ্যালিকা। শাকিলা বর্তমানে কক্সবাজার মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষে অধ্যয়নরত।

পাঠকের মতামত: