ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সাফারি পার্কে নিহত মাহুতের মরণোত্তর চেক হস্তান্তর

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :: চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হাতির পদপিষ্টে নিহত মাহুত ভদ্রসেন চাকমার পরিবারকে মরণোত্তর দাবী চেক প্রদান করেছে ডেলটা লাইফ ইনসিউরেন্স কোং। এসময় মৃত্যু বীমা বাবদ নিহতের স্ত্রী শোভা চাকমাকে ১ লাখ ৭২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাফারি পার্ক সংলগ্ন এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ আয়োজন সম্পন্ন হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মালেক শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল হাই।
বক্তারা বলেন, ডেলটা জীবন, সমৃদ্ধ জীবন। সাফারি পার্কে কর্মরত মাহুত ভদ্রসেন চাকমা ডেলটা লাইফ ইন্সুরেন্স কোং লিঃ এর অধীনে একটি বীমা পলিসি চালু করেন। পলিসিতে মাত্র দুই কিস্তি দিয়ে দুর্ঘটনা বশত হাতির পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। কোম্পানির নিয়ম অনুযায়ী নিহতের স্ত্রী শোভা চাকমাকে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ৭২ হাজার ৩ শত বিশ টাকার চেক হস্তান্তর করা হচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক আলহাজ্ব জমিল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্মকর্তা মাজাহারুল ইসলাম, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যুগ্ন সহকারী ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কোম্পানির সিআরএম আবু মোঃ মাঈনুদ্দিন চৌং এবং অনুষ্টান পরিচালনা করেন ইউনিট ম্যানেজার লিটন দাশ।

পাঠকের মতামত: