ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু ফুটবলে কক্সবাজার জেলা দল চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দল চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারী কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার জেলা দল ও চট্টগ্রাম জেলা দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা দল চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার এই গৌরব অর্জন করে।

খেলার প্রথমার্ধে উভয় দল গোল শূন্য ড্র করে। দ্বিতীয়ার্ধে কক্সবাজার জেলা দল ১-০ গোলে এগিয়ে যায়। এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত উভয় দলের খেলায় চট্টগ্রাম জেলা দল ১-০ গোলে এগিয়ে ছিলো।

খেলার নিয়মানুযায়ী গোল এভারজে উভয় দল সমান হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। প্রথম ৫ টি ট্রাইব্রেকারে উভয় দল ০-০ ড্র করে। পরে ট্রাইব্রেকারে ১-০ গোলে কক্সবাজার জেলা দল বিজয়ী হয়। এ বিজয়ের মাধ্যমে কক্সবাজার জেলা দল পরবর্তীতে এই অঞ্চল থেকে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো।

পাঠকের মতামত: