ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় রামুর ঈশীকা ও ইপসীতা’র স্বর্ণপদক অর্জন

সোয়েব সাঈদ, রামু ::

বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে ২ বোন ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালী। ঢাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের গান বিভাগে অংশ নিয়ে তারা দুজনই প্রথম স্থান অর্জন করে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) তাদের হাতে পুরস্কার তুলে দেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দেশের গানে গ বিভাগে প্রথম স্থান অর্জনকারি ঈশীকা হেলালী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষ এবং দেশের গান ক বিভাগে প্রথম স্থান অর্জনকারি ইপসীতা হেলালী রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। ইপসীতা হেলালী জাতীয় বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় পরপর তিনবার অংশ নিয়ে বিজয়ী হলো। এরমধ্যে সে ২০১৭ সালে দুটি বিষয়ে এবং ২০১৬ সালে একটি বিষয়ে বিজয়ী হয়েছিলো। সংগীত শিক্ষা প্রতিষ্ঠান “রাইমোহন সঙ্গীতালয়” এর পরিচালক সোনিয়া বড়–য়ার তত্ত্বাবধানে তারা থেকে গানের চর্চা চালিয়ে আসছিলো।

উল্লেখ্য কৃতি শিশু শিল্পী ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালী কক্সবাজার দায়রা জজ আদালত এর অতিরিক্ত পিপি এবং রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী এবং ফাতেমা আহমদ ইতি’র মেয়ে। ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালী রামুর প্রতিনিধিত্বশীল দুই সংগীত শিক্ষা প্রতিষ্ঠান “রাইমোহন সঙ্গীতালয়” এবং “নন্দন, সুকুমার ললিতকলা পীঠ” এর শিক্ষার্থী। কৃতি শিশু শিল্পী ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালী রবিবার (৩০ সেপ্টেম্বর) বাবা-মায়ের সাথে বিমানযোগে কক্সবাজার পৌঁছে। এসময় বিমানবন্দরে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, আইন অঙ্গনের ব্যক্তিবর্গ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

॥ এমপি কমলের অভিনন্দন ॥

বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশের গান প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী ২ বোন ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এক শুভেচ্ছা বার্তায় এমপি কমল বলেন, জাতীয় প্রতিযোগিতায় এক সাথে ২ বোনের স্বর্ণপদক অর্জন জেলাবাসীর জন্য গৌরবের। তিনি ভবিষ্যতে তাদের আরো সফলতা কামনা করেছেন। এছাড়াও কৃতি শিশু শিল্পী ঈশীকা হেলালী ও ইপসীতা হেলালীকে অভিনন্দন জানিয়েছেন, সংগীত শিক্ষা প্রতিষ্ঠান “রাইমোহন সঙ্গীতালয়” এর পরিচালক বিশিষ্ট কন্ঠশিল্পী সোনিয়া বড়–য়া এবং “নন্দন, সুকুমার ললিতকলা পীঠ” এর পরিচালক রেজাউল করিম রেজু।

পাঠকের মতামত: