ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাবা তোমার কথা রাখতে পারলাম না

ফেসবুক পোষ্ট দিয়ে পেকুয়ায় যুবকের আত্মহত্যা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

বাবা তোমার কথা রাখতে পারলাম না, জীবন মানে সংগ্রাম, আমি হেরে গেলাম এবং পারলে ক্ষমা কবরেন, স্বপ্নগুলো পুরণ হলোনা এমন দুইটি ফেসবুক পোষ্ট দিয়ে মিজানুর রহমান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার রাত ৯টার দিকে পেকুয়া বাজার ইউনিয়ন পরিষদস্থ সংলগ্ন পূর্ব বাইম্যাখালী এলাকায় একটি ভাড়া বাসায় তিনি আত্মহত্যা করে।

নিহত যুবক মিজানুর রহমান উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে ও পেকুয়া বাজারস্থ এসডি সিটি সেন্টারের ফারুক জোন নামে একটি কসমেটিকস দোকানের কর্মচারী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশটি উদ্ধার করতে ভাড়া বাসায় অবস্থান করছেন।

তার পিতা আশেক এলাহী বলেন, ছেলে সকালে বাড়িতে বিকেলে দোকানে চলে এসেছে। ছেলের ফেসবুক পোষ্ট এবং আত্মহত্যার কারণ কি সেই বিষয়ে অবগত নন বলে জানান।

উজানটিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান ওসমাণ গনি বলেন, ছেলেটি খুব ভদ্র ও শিক্ষিত। কেন আত্মহত্যা করেছে তা আমরা বুঝতে পারছিনা।

পেকুয়া থানার ওসি ওমর হায়দার বলেন, লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ কি সেই বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।

পাঠকের মতামত: