ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ফেনীর ছাত্রী নুসরাত হত্যাকান্ডের বিচার দাবীতে কক্সবাজারে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী, আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির উপর নৃশংস নির্যাতন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত অধ্যক্ষসহ সকলের ফাঁসির দাবিতে মানববন্ধন । বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন কক্সবাজার জেলা শাখার ‍উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কক্সবাজার জেলা শাখার সংগঠক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য ও কক্সবাজার সরকারি কলেজ একাদশ (ব্যবসায় শিক্ষা) -র ছাত্র রায়হান ফরহাদ সাকিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাছা অধিকার সংরক্ষন পরিষদ জেলা শাখার সমন্বয়ক সহ আরো অনেকে।

এসময় বক্তারা, নুসরাত হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানান এবং যেকোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য বিশেষকরে ছাত্র সমাজ ও যুব সমাজকে এগিয়ে আসার,আহবান জানান

1.3K

পাঠকের মতামত: