ঢাকা,শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ফুটবল প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কুতুবদিয়া

জহিরুল ইসলাম, কক্সবাজার ::  প্রতি বছরের ন্যায় অনুষ্টিত সারাদেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়ামে সিলেট বিভাগকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ক্ষদে দলটি।

প্রতিবছরের মতো ২০২৪ সালের ২৪ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আয়োজন শুরু হয়। তারপর থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার পর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এ দলটি।

কুতুবদিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুসলিম উদ্দিন দৈনিক চকরিয়া নিউজ কে বলেন, বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কুতুবদিয়া উপজেলা প্রশাসনসহ সব স্তরের মানুষের অবদান ভুলার মতো নয়। বিশেষ করে বিদ্যালয়টির সব শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এ অর্জন।

তিনি বলেন, এর আগে জাতীয় পর্যায়ে পেকুয়া উপজেলার তিনটি প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন এবং একটি প্রতিষ্ঠান রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল বলেন, টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যারা আমাকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জনে ক্ষুদে ফুটবলাররা চট্টগ্রাম বিভাগ এবং কক্সবাজার জেলাবাসীকে সম্মানিত করেছেন। আগামীতে যাতে আরো বেশী করে ভাল ফলাফল করতে পারে সে জন্য জেলাবাসীর প্রতি দোযা কামনা করেছেন।

পাঠকের মতামত: