চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালী ইউনিয়নের ২০১৮-২০১৯ সালের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ মে রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী এ বাজেট পেশ করেন।
ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সচিব নুরুল কবিরের সঞ্চালনায় সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বাজেট অধিবেশন শুরু করা হয়। ইউপি সচিব নুরুল কবির অধিবেশনে বিগত ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট পেশ করেন। এসময় ২০১৮-১৯ অর্থ বছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লক্ষ ১৮ হাজার ৮’শ ৪২ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ ৯ হাজার ৪২ টাকা। এরমধ্যে উদ্বৃত্ত রয়েছে ৯ হাজার ৮’শ টাকা। বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি উপর গুরুত্বারোপ করেন এবং ধার্য্যকৃত কর ও ফিসসমূহ যথাযথভাবে আদায়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিজেও সচেষ্ট থাকার ঘোষণা দেন। বিগত বাজেটের আয়-ব্যয়ের হিসাব ও আগামী অর্থ বছরের সম্ভাব্য বাজেট এর উপর আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলইে সন্তোষজনক মত প্রকাশ করেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং ইউনিয়নের রাস্তাঘাট কালভার্ট ও অবকাঠামো উন্নয়নে অভাবনীয় সফলতর কথা তুৃলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহাবউদ্দিন, ইউপি সদস্য নুরুল হক, মুজিবুল হক আজিজ, এজাহার হোছন, অনিমেষ রঞ্জন দে, নুরুল কবির, মাহবুব আলম, মাহমুদুল করিম, মহিউদ্দিন, সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার, রুজিনা আক্তার, মুর্শিদা বেগম, মাষ্টার আনোয়ার হোসেন, মাষ্টার আহমদ কবির, ফাঁশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মোর্শেদ আলম ও হাজিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফা বেগম।
পাঠকের মতামত: