ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

‘প্রধান বিচারপতির বক্তব্য মানুষের মনের কথা’

image_147711_0নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা যে বক্তব্য দিয়েছেন তা দেশের লাখ লাখ মানুষের মনের প্রতিধ্বনি।”
বুধবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রয়াত আরাফাত রহমান কোকোর দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “প্রধান বিচারপতি আইনের ব্যাখ্যা দেবেন, কারণ তিনি আইন জানেন। উন্নত বিশ্বের সভ্য দেশগুলোতে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন- তেমনটিই হয়ে থাকে।”

রিজভী বলেন, “আমরা বলবো প্রধান বিচারপতির বক্তব্যের কারণে সরকার বেকাদায় পড়েছে। যার কারণে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ‘তিনি (প্রধান বিচারপতি) হতাশা থেকে বক্তব্য দিয়েছেন।’ তাহলে আমি বলবো, প্রধান বিচারপতি কী আইন জানেন না?”
স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন প্রমুখ।

পাঠকের মতামত: