প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকায় জাতীয় উৎসবে যাচ্ছে কক্সবাজারের ২৫ জন খুদে গণিতবিদ। গত রোববার প্রথম আলোর আঞ্চলিক গণিত উৎসব-২০১৮ বিজয়ী হয় তারা। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে গত রোববার অনুষ্টিত ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলোর আঞ্চলিক গণিত উৎসবে জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
গতকাল সোমবার বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিনায়তনে অনুষ্টিত একসভায় বিজয়ীদের মেডেল, সনদ ও টি-শার্ট বিতরণ করা হয়।
প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিসের প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার সভাপতিত্বে অনুষ্টিত এসভায় অতিথি ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী শিক্ষক সোহেল ইকবাল, নারায়ন প্রসাদ দেব, ঈদগাহ ফরিদ আহমদ কলেজের গণিতের শিক্ষক আপন চন্দ্র দে, প্রভাতী শিক্ষানিকেতনের শিক্ষক দীপক শর্মা দীপু, অভিভাবক রোকসানা বেগম, শামসাদ খানম, মো. রহিম উল্লাহ প্রমুখ। চারটি ক্যাটাগরিতে বিজয়ী ২৫ খুদে গণিতবিদের তালিকা নিম্নে দেয়া হলো :
# প্রাইমারি ক্যাটাগরিতে ৫ জন :
চ্যাম্পিয়ন দুই জন :-১. পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চৌধুরী ছোবহে জাতিদ ২. সারফ উদ্দিন আহমদ সাজিদ।
প্রথম রানারআপ দুই জন :- ১. বিবেকানন্দ বিদ্যানিকেতনের মো. জাহিদুল ইসলাম রিহান ২. পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাইয়ান ইবনে রফিক।
দ্বিতীয় রানারআপ ১ জন :-চকরিয়া অনুশীলন একাডেমীর তাজকিয়াতুল জন্নাত তারিন।
# জুনিয়র ক্যাটাগরিতে ১০ জন
চ্যাম্পিয়ন দুই জন :- ১. কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মৃন্ময়ী দাশ পিউ ২. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের আনাস বিন আলম আলভি।
প্রথম রানারআপ চার জন :- ১. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মেহেনুল হক ইফরান ২. মো. সায়েদ আল সাহাব ৩. কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তাসনোভা শামীম ইরা ৪. তামিমা সারা হোসেন।
দ্বিতীয় রানারআপ চার জন :- ১. কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের আফিফা সোলতানা ২. রাহনুমা রাহাতিন শাম্মা ৩. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের আতিকুল ইসলাম ৪. সাব্বিব সাখাওয়াত আলিফ।
# সেকেন্ডারি ক্যাটাগরিতে ৬ জন :
চ্যাম্পিয়ন দুই জন :- ১. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শাহেদুর রহমান ইমন ২. কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফারিহা মীম।
প্রথম রানারআপ দুই জন :- ১. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের রেশাদ ইবতেসাম নিবিড় ২. একই বিদ্যালয়ের মোহাম্মদ তায়েফ।
দ্বিতীয় রানারআপ দুই জন :- ১. কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাদিয়া সায়মা শিশু ও ২. কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের মুহাম্মদ ইশমামুল হক।
# হায়ার সেকেন্ডারিতে তিন জন
চ্যাম্পিয়ন ১ জন :-কক্সবাজার সরকারি কলেজের কানিজ ফাতেমা সফা।
প্রথম রানারআপ ১ জন:-কক্সবাজার সরকারি কলেজের সাবিত হাসনাত মাহী।
দ্বিতীয় রানারআপ ১ জন :-কক্সবাজার সরকারি কলেজের মিশকাত উদ্দিন।
পাঠকের মতামত: