ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেুকয়া আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত আহত-৮

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

কক্সবাজারে পেকুয়া উপজেলার রাজাখালী মাতবর পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে আবদুল্লাহ আল ফারুক (২৫) নামের ছাত্রলীগকর্মী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ৮জন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আবু তালেব, আবুল নছর, আবদুল মালেক, আহমদ শফি, আবু তাহের। আহতের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অপর তিনজনের নাম পাওয়া যায়নি।

নিহত ছাত্রলীগ কর্মী ফারুক রাজাখালী উলুদিয়া পাড়ার আবুল কালামের ছেলে। আহতদের বাড়ি একই এলাকায় এবং তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা সরকারী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।

পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, রাজাখালী মাতবর পাড়া ভোট কেন্দ্রে বাহিরে বিএনপি আওয়ামীলীগ সংঘর্য়ে একজন নিহত ও ৮জন আহত হয়েছেন।

পাঠকের মতামত: