ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপির সিদ্দিক আহম্মদের ছেলে আব্দুল খালেক (৩৪) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে টইটং বাজারস্থ এলাকা থেকে ১কেজি ৬০গ্রাম গাঁজাসহ আব্দুল খালেককে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা যায়, মাদক কারবারী আব্দুল খালেক বেশ কিছু দিন ধরে গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল। এছাড়াও তিনি ইয়াবা ও মদ বিক্রি করে এলাকার পরিবেশকে মাদকের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান চলা কালে গতকাল দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সূত্রে গাঁজার চালান আসার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের একটি টিম টইটং এলাকায় উপস্থিত হইয়ে অভিযান চালিয়ে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে ১কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত: