ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় হত দরিদ্র তালিকা তৈরিতে টাকার ছড়াছড়ি, বঞ্চিত দরিদ্ররা

oniom_1পেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় হত দরিদ্র তালিকা তৈরিতে উপজেলার উজানটিয়া ইউনিয়নে হয়েছে নগদ টাকার ছড়াছড়ি। উপকারভোগি নির্ধারনের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা হাতিয়ে নিয়েছেন টাকা। এদিকে তালিকা থেকে বাদ পড়েছেন আ’লীগ সমর্থিতরা। ওই ইউনিয়নের সব ওয়ার্ড়ে যেসব তালিকায় হতদরিদ্ররা উপকারভোগি হিসেবে নির্ধারন হয়েছে তারা সবাই টাকার বিনিময়ে হয়েছে। হত দরিদ্র তালিকা তৈরিতে উজানটিয়া ইউনিয়নে নয় ছয় হয়েছে। গ্রাম পুলিশ ও এক শ্রেনীর দালাল চক্রকে দিয়ে উত্তোলন করেছেন নগদ টাকা। স্থানীয়রা জানায় ১০টাকা মুল্যে খাদ্য শস্য ক্রয়ের জন্য উজানটিয়া ইউনিয়নে গত এক সপ্তাহ আগে থেকে তালিকা প্রস্তুতির কাজ শুরু করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ। অভিয়োগ উঠেছে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড়ে তালিকা প্রস্তুতির সময় হাতিয়ে নিয়েছে নগদ অর্থ। ওই ওয়ার্ড়ের মেম্বার ছিদ্দিক আহমদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক। হত দরিদ্র তালিকা তৈরিতে ১নং ওয়ার্ড়ের প্রত্যেক পরিবারের কাছ থেকে ২০টাকা আদায় করা হয়েছে টাকা। এভাবে এ ওয়ার্ড়ের প্রায় তিন শত পরিবারের কাছ থেকে হাতিয়ে নিয়েছে টাকা। স্থানীয় গ্রাম পুলিশ আফতাব উদ্দিন চেয়ারম্যান ও ইউপি সদস্যের নাম ভাঙ্গিয়ে এসব পরিবার থেকে ওই অর্থ আদায় করেন। ১নং ওয়ার্ড়ের ষাট দুনিয়াপাড়ার আবু আহমদের ছেলে শাহাব উদ্দিন, মুহাম্মদের ছেলে আবু মুছা, বাজারপাড়ার আব্দু রাজ্জাকের ছেলে ছৈয়দ নুর, পশ্চিম উজানটিয়া পাড়ার লাল মিয়ার ছেলে আবুল করিম জানায় আমাদের এলাকার প্রায় তিনশ পরিবারের কাছ থেকে ২০টাকা করে টাকা নিয়েছে। তালিকা হয়েছে সত্তর পরিবারের। যারা আ’লীগ করে এদেরকে তালিকায় স্থান দেয়া হয়নি। মেম্বার ছিদ্দিক বিএনপি করে। তাই তার দলের লোকজনকে তালিকাভুক্ত করা হয়েছে। ২নং ওয়ার্ড়ের বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে দুলা মিয়া, ৩নং ওয়ার্ড়ের ফেরাসিঙ্গা পাড়া এলাকার কাইসারের স্ত্রী বিউটি আকতার জানায় চৌকিদার সাইফুল হক এলাকা থেকে টাকা তুলেছেন। চেয়ারম্যানের কথা বলে আমাদের কাছ থেকে ২৫টাকা নিয়েছে। কিন্তু তালিকায় আমাদের নাম নেই। আমরা নিতান্ত গরীব। কিনে খাওয়ার মত সামর্থ নেই। জানা গেছে হতদরিদ্রদের ১০টাকা মুল্যে চাল বিতরনের জন্য উজানটিয়া ইউনিয়নে তালিকা চুড়ন্ত করা হয়েছে। ৯২১জনকে ওই ইউনিয়নে চুড়ন্ত তালিকায় স্থান দেয়া হয়েছে। সরকার উপকারভোগিদের অনুকুলে খাদ্য শস্য সরবরাহের জন্য এ ইউনিয়নে দু’টি পয়েন্টেকে বাছাই করা হয়েছে। এ ব্যাপারে ১নং ওয়ার্ড় আ’লীগের সাধারন সম্পাদক ছাবের আহমদ জানায় তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতির আশ্রয় নেয়া হয়েছে। আমাদের দলীয় লোকজনকে তালিকায় অর্ন্তভুক্ত করা হয়নি। ইউনিয়ন আ’লীগ সভাপতি এম,তোফাজ্জল করিম জানায় হতদরিদ্রদের ওই তালিকাতে স্থান দেয়া হয়নি। হাতিয়ে নিয়েছে টাকা। এভাবে চলতে থাকলে আমাদের দল ও সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে এলাকায়। টাকা ছাড়া সরকারি কোন অনুদান এ ইউনিয়নে বিলি হচ্ছেনা। সব টাকা চলে যাচ্ছে এক জনের পকেটে।

পাঠকের মতামত: