ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা

পেকুয়া প্রতিনিধি :: পেকুয়ায় করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মেনে গাড়িতে যাত্রীবহণ এবং মাস্ক না পরায় ১০ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলার চৌমুহনী স্টেশনে পেকুয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্ল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে সিএনজি, মটর সাইকেল, রিকসাসহ বিভিন্ন যানবাহনে বেশি যাত্রী নেওয়া ও মাস্ক না পরে অবাধে চলাফেরার অভিযোগে ১০ ব্যক্তিকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এবং স্বাস্থ্যবিধি মানতে মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্ল্যাহ বলেন, দ্রুতহারে বেড়ে চলছে করোনা মহামারী।

পেকুয়ায় ইতোমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। সরকারের ১৮ নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আগামী সোমবার থেকে লকডাউন কঠোরভাবে পালন করা হবে।

পাঠকের মতামত: