ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৯৯৯-এ ফোন করে

পেকুয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::  ৯৯৯-এ কল দেয়ার পর জনতার সহায়তায় কক্সবাজারের পেকুয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে । রবিবার রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক নূর আবিদ (২২) কে গ্রেপ্তার করে এবং স্কুল ছাত্রীকে উদ্ধার করেন পুলিশ।

পরে ওই ছাত্রী বাদী হয়ে পেকুয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। নূর আবিদ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাতঘর পাড়ার নূর মোহাম্মদের ছেলে। মেয়েটি স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্র জানা গেছে, বিদ্যালয়ে যাওয়া-আসার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যুবক নূর আবিদ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করেন। ওই সময় ওই ছাত্রীর বাড়িতে কেউ ছিলোনা। পরে নূর আবিদ তাকে বিয়ের অস্বীকৃতি জানালে ছাত্রী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন গিয়ে তাকে আটক করেন। ওই ছাত্রীর বাবা মারা গেছেন। মা এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র আরো জানায়, রবিবার সারাদিন নূর আবিদ ও মেয়ের পরিবার ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেন। পরে মিমাংসা না হওয়ায় রাত ৮টার দিকে জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবককে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার চকরিয়া নিউজকে বলেন, নূর আবিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পাঠকের মতামত: