ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় শেষ হলো দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড

পেকুয়া পেকুয়া :: “জলবায়ু পরিবর্তনে চ্যালেন্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে পেকুয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ২দিন ব্যাপী জাতীয় ৪১তম বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ১৯। শুক্রবার সকালে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা শুরু হয়ে শনিবার বিকেলে তা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। মেলায় শিক্ষার্থীদের তৈরী পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, অপারেটর বিহীন রোবট চালিত মালবাহী গাড়ি, ও ভুমিকম্পের সতর্কবাতা প্রেরণ যন্ত্র আবিস্কার ছিল চোখে পড়ার মতো। মেলায় উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্টান অংশ নেন। ক্ষুদে বিজ্ঞানীরা এসব যন্ত্র দেশের পরিবেশের উপকারে সহ মানুষের নানাবিদ উপকারে আসবে বলে দাবী করেন। এদিকে এসব মেলা শিক্ষার্থীদের মেধা অন্বেষণসহ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান দর্শনার্থী ও শিক্ষকেরা। পুরস্কার বিতরনী অনুষ্টানে সহকারী কমিশনার ভুমি মিকি মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার উলফাৎ জাহান, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আবুল হাশেম প্রমুখ। এসময় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম, ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের প্রভাষক আমিনা হাছনা, প্রদর্শক নাজিম উদ্দিন,নাছির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল হোছাইন, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান সিফাত, অনুষ্টান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পাঠকের মতামত: