পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুইয়া, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রণি, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মন্জু, পেকুয়া উপজেলা জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম গিয়াস উদ্দিন, সদস্য সচিব ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, মহিলা আওয়ামীলীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাংবাদিক জালাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকী, উজানটিয়া ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ছাবের আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, আনসার ভিডিপির কর্মকর্তা তসলিমা বেগম, পেকুয়া জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: প্রদীপ কুমার সুশীল, পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুমন বিশ্বাস, উপজেলা কৃষকলীগ নেতা মাষ্টার নিজাম উদ্দিন প্রমুখ। সভায় সম্প্রতি উপজেলার মগনামা ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এসময় বক্তাদের মধ্যে দু’একজন বক্তা আইনশৃঙ্খলা সমন্বয় সভার উপস্থিত সভ্যবৃন্দের দৃষ্টি আকর্ষন করে বলেছেন মগনামা সহ পেকুয়ায় অপরাধ তৎপরতা ও চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পেয়েছে। মগনামায় গত এক মাসের ব্যবধানে একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। কিছু সন্ত্রাসীরা মানুষজনকে জিম্মি করে একের পর এক হামলা সংঘঠিত করেছে। বিশেষ করে ক্ষমতাসীনদলের লোকজন ওই সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হতে চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরনের পথ খুজে বের করে দোষীদের শাস্তি ও নাগরিকদের নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনকে তাগিদ দেওয়া হয়েছে। সভায় কোরাম সংকট নিয়েও আলোচনা হয়েছে। কমিটির অনেক সদস্য জনগুরুত্বপুর্ণ এ সভায় লাগামহীন অনুপস্থিত থাকায় এ সভার ফলপ্রসু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বক্তাদের মধ্যে অনেকে।
পাঠকের মতামত: