ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি. পেকুয়া ::  পেকুয়ার শিলখালী ইউনিয়নের চেপ্টামোড়া মাঝেরঘোনা সংযোগ ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক খাদে পড়ে যায়। ২৯ মার্চ বিকাল ৫ টায় এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চেপ্টামোডা-মাঝের ঘোনা সংযোগ সড়কের ছড়া খালের উপর নিমিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। এ অবস্থায় শুক্রবার বিকালে বালুভর্তি একটি ড্রাম ট্রাক ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজ ভেঙ্গে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। স্থানীয়রা দৌড় এসে গাড়িতে থাকা চালক এবং হেলপার কে উদ্ধার করে।

তবে, এতে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে অন্যান্য এলাকার সাথে চেপ্টামোড়ার যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দূর্ঘটনার পর থেকে অন্যান্য এলাকার সঙ্গে চেপ্টামোডার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে চেপ্টামোড়ার শতাধিক বাসিন্দা। তারা ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থাণীয়রা।

পাঠকের মতামত: