ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দর্জির মর্মান্তিক মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছৈয়দ আহমদ (৫৮) নামে এক বৃদ্ধ দর্জির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউপির ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ একই এলাকার মৃত মৌলভী মনির আহমদের ছেলে। পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পারিবারিক সূত্রের বরাদ দিয়ে ইউপি সদস্য মোঃ ইসমাঈল সিকদার চকরিয়া নিউজকে বলেন, নিহত বৃদ্ধ ছৈয়দ আহমদ বাড়ির সামনে একটি ছোট দোকান নিয়ে দর্জি ও পানের দোকান করে জীবিকা নির্বাহ করে থাকে। দুপুরে নিজ পুকুর থেকে মাটি কেটে বাড়িতে এসে বিদ্যুত ফ্যানের বাতাসে ঠান্ডা হতে সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি শেখ মুহাম্মদ আলী বিদ্যুৎস্পৃষ্টে নিহত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেন।

পাঠকের মতামত: