ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরী ফটো নিহত

পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় ফটো আক্তার(১৫) নামে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকায় কিশোরীর মামা কামাল হোসেনের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটার পর সন্ধ্যায় হাসপাতালে মারা যায়।

নিহত কিশোরী একই এলাকার আবদু রশিদের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, কিশোরীর মামা কামাল হোসেনের মেয়ে রেশমি আক্তার তার বান্ধবী। প্রতিদিন তারা এক সাথে খোশগল্প করেন। ঘটনার দিন কিশোরী ফটো আক্তার তার বান্ধবীর বাড়িতে মোবাইলে চার্জ দিতে যায়। মোবাইলে চার্জ দিতে গিয়ে ছেড়া একটি তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পেকুয়ার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাতে পেকুয়া থানা পুলিশ বিদ্যুৎস্পৃষ্টে কিশোরী নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কানন সরকার জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

 

পাঠকের মতামত: