ঢাকা,বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বনবিভাগের অভিযানে ট্রাকভর্তি গাছ জব্দ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের অভিযানে ট্রাকভর্তি গাছ জব্দ করেছে বনবিভাগ।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ অফিস চোরাই পথে আসা বিপুল পরিমাণ আকাশ মনি গাছসহ ট্রাকটি পেকুয়া চৌমুহনী থেকে জব্দ করেন।

জানা গেছে, গাছ চোর সিন্ডিকেট চোরাই গাছ পাচারের জন্য পেকুয়ার আঞ্চলিক সড়ককে প্রধান্য দিয়ে থাকে। এই সড়ক দিয়ে চকরিয়ার ডুলহাজারার সোনা মিয়া মেম্বার ও রাজাখালী ইউনিয়নের আরবশাহ বাজারস্থ কামাল উদ্দিনসহ আরো কয়েকজন পাচারকারী নিয়মিত গাছ পাচার করে থাকে। রাতের বেলায় কৌশলে তারা গাছ পাচার করে থাকে। বনবিভাগ ইতোমধ্যে জোরালো অভিযান পরিচালনা অব্যাহত রাখার ধারাবাহিকতায় সোনা মিয়া মেম্বারের গাছের গাড়ি জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে যায়।

পেকুয়া বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বাঁশখালী থেকে একটি গাছের গাড়ি ডুলহাজারায় নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে একটি গাছের গাড়ি জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: