ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বজ্রপাতে হতাহত-৩

bojrপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় বজ্রপাতে ১ দিনমজুর নিহত হয়েছে। এ সময় বজ্রপাতের আঘাতে আরো দুইজন আহত হয়েছেন। একই ঘটনায় একটি গাভীর মৃত্যু হয়েছে। পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা উন্নতির দিকে। গতকাল ২২ আগষ্ট মঙ্গলবার বেলা ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরকারীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুহাম্মদ ফোরকান(৩২)। তিনি উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে। পেশায় দিনমজুর। আহতরা হলেন সদর ইউনিয়নের সরকারীঘোনা এলাকার মাহমুদুল করিমের ৯ বছরের শিশু মোহাম্মদ হোসাইন,কবির আহমদের পুত্র বদিউল আলম(৫০)। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ওই স্থান পরিদর্শন করেছেন। স্থানীয় সুত্র জানায়, ফোরকান সরকারীঘোনা বিলে জমিতে ধানের চারা রোপন করছিলেন। আফজলিয়া পাড়া এলাকার কামাল হোসেন সরকারীঘোনা বিল থেকে জমি আগাম নেন। আমন ফসল ফলাতে ফোরকানসহ তিনজন দিনমজুর বিলে ধানের চারা রোপন করছিলেন। এ সময় ওই দিন বিকেলে ২ টার দিকে আকস্মিক বজ্রপাতের আঘাতে ফোরকান ঘটনাস্থলে প্রান হারান। বজ্রপাতের ছিটকার আঘাতে শিশুসহ অপর দুইজন আহত হয়েছেন। ধানক্ষেতের পাশর্^বর্তী স্থানে বজ্রপাতের আঘাতে সরকারীঘোনা মুহাম্মদ নুরুন্নবীর একটি গাভীর মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, গাভীটি গোয়াল ঘরে ছিল। সেখানে বজ্রপাতে সেটির মৃত্যু হয়। গাভীটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। নিহত ফোরকান নিতান্ত দিনমজুর। তিনি দুই সন্তানের জনক বলে নিশ্চিত হওয়া গেছে।

পাঠকের মতামত: