ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি ::  পেকুয়ায় বজ্রপাতে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (৩১ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মধ্যম উজানটিয়া সাহাবখালী খালে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জুনাইদ প্রকাশ ভূট্টো (২২)। তিনি একই এলাকার বাদশার ছেলে।
নিহত জুনাইদকে দেখে এসে উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম জানান, জুনাইদ সকাল থেকে একটি ছোট নৌকায় করে লবণ মাঠ থেকে লবণ পরিবহণ করে একটি বড় বোটে তুলে দেওয়ার কাজ করছিল।

দুপুরে সে বড় বোটে লবণ তুলে দিয়ে খালি নৌকা নিয়ে বাড়িতে চলে আসার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার মধ্যেই সে মারা যায়। পরে নৌকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুনাইদের স্বজনরা জানান, নববিবাহিতা জুনাইদ ২ মাস আগে সন্তানের বাবা হন।

পাঠকের মতামত: