ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পেকুয়ায় প্রশিক্ষনার্থীদের সোয়া ৪ লাখ টাকা দিল আহছানিয়া মিশন

পেকুয়া অফিস ::  কক্সবাজারের পেকুয়ায় প্রশিক্ষনার্থীদের মাঝে টাকা বিলি করা হয়েছে। ঢাকার আহছানিয়া মিশন নামক একটি দাতব্য প্রতিষ্টান হত দরিদ্র ও বেকার যুবক-যুবতীদের মধ্যে এ সব নগদ অর্থ বিলি করেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে আনুষ্টানিক টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা ইফাদ সাইক্লোন সেল্টারে টাকা বিলি কার্যক্রমের সুচনা করা হয়েছে। আহছানিয়া মিশন পেকুয়ার প্রকল্প সভাপতি ও যুবলীগ পেকুয়া উপজেলার সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক ওই কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে টাকা বিলি করেছেন আহছানিয়া মিশন ঢাকার কক্সবাজারের সেন্টার ম্যানেজার মিজানুর রহমান, কক্সবাজারের ট্রেনিং অফিসার মো: হাবিবুর রহমান, পেকুয়ার প্রোগ্রাম অর্গানাইজার ও ইনচার্জ মো: আরফাত, প্রকল্প কর্মকর্তা মো: হাসান, স্থানীয় প্রকল্প কমিটির নেতা ছাবের আহমদ, ট্রেইনার নাফিয়াতুল নাঈম, সিপিবি কর্মকর্তা মো: ইব্রাহীম, মগনামা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) সাংবাদিক মো: হাসেম, উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন। সুত্র জানায়, ঢাকা আহছানিয়া মিশন পেকুয়ায় আত্মনির্ভরশীল খাতে ট্রেনিংয়ের উদ্যোগ নিয়েছেন। দারিদ্র বিমোচনের জন্য ওই প্রতিষ্টান পেকুয়ায় ৪ টি ধাপে প্রশিক্ষণ দিচ্ছেন। ব্লক, বুটিক্স, হ্যান্ডি ক্রাফট, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার ট্রেনিংয়ের জন্য এ প্রকল্প হাতে নিয়েছে। নিজস্ব ট্রেইনার দিয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে নিয়মিত কারিগরী শিক্ষা প্রদান করা হচ্ছে। ইউনিসেফের অর্থায়নে ওই প্রতিষ্টান ওই দিন ১৬০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিলি করেছেন। প্রত্যেক শিক্ষার্থীকে দুই হাজার চারশত টাকা করে অর্থ সহায়তা দিয়েছেন প্রতিষ্টানটি।

#####################

শীলখালীতে কাটা তারের ঘেরা দিয়ে চলাচল রাস্তা দখল
পেকুয়া অফিস:
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মামলা রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কাটা তারের ঘেরা দিয়ে জন চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। রাস্তা দখলে নেওয়ায় জন যাতায়তে ব্যাপক অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে স্থানীয়দের। এমনকি আশপাশ এলাকার বসত বাড়ি থেকে একটি লাশ আনা নেওয়া কষ্ট পোহাতে হবে স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে ৮ফুট প্রস্থ্য চলাচলের ওই রাস্তার অর্ধেকাংশ জায়গা কাটাতারের বেঁড়া দিয়ে দখলে নেয় ওই ইউনিয়নের আলীচাঁন মাতবর পাড়ার মৃত হাজ¦ী জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ শাহাজান ও শাখওয়াত হোসেন শাকিল গং। স্থানীয়রা জানান, রাস্তাটি জেলা পরিষদের বাস্তবায়নে ২০১৮-১৯অর্থ বছরের বরাদ্ধে ফ্লাট সলিং দ্বারা উন্নয়ন করা হয়েছিল। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হোসনা আনুষ্ঠানিক উদ্ধোধন করে চলাচলের উম্মুক্ত করে। এরপরও রাস্তাটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ওই প্রভাবশালী মহল। এদিকে মোহাম্মদ শাহ ্জাহান খরিদা মুলে পৈত্রিক সম্পতির ওয়ারিশ দাবী করে ওই এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে আবু তাহের ও রাস্তা সংস্কারে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এফ,এ কনষ্ট্রাকশনের মালিক মোঃ বেলাল উদ্দিনকে বিবাদী করে ১২ জুন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি এম,আর মামলা করেন। যার মামলা নং ৬০১/১৯। আদালত মামলাটি ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারায় আমলে নেয়। আদালত বিরোধীয় জায়গার বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক লিখিত প্রতিবেদন দেওয়ার জন্য সহকারি কমশিনার ভূমি পেকুয়া বরাবরে আদেশনামা প্রেরণ করেন। পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা ও উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ কাদেমুল ইসলাম এর যৌথ স্বাক্ষরিত একটি প্রতিবেদন গত ৭অক্টোবর আদালতে প্রেরণ করে। প্রতিবেদনে রাস্তাটি বাদী, বিবাদী ও জন যাতায়াতের একটি গুরুত্বপুর্ণ রাস্তা হিসেবে প্রমাণিত হয়। প্রতিবেদনের প্রেক্ষিতে মামলায় রাস্তার বিষয়ে আনিত অভিযোগে কোন প্রমাণ না থাকায় আদালত গত ১৩ নভেম্বর মামলাটি নতিভুক্ত করে। এদিকে মামলা চুড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরও বাদী পক্ষ অধ্যবদি জালি তারের বেঁড়া অপসারণ না করে যাতায়তের প্রতিবন্ধকতা অব্যাহত রেখেছে। এ নিয়ে চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে একাবাসীদের। স্থানীয়দের মাঝে চলছে ক্ষুভ আর হতাশা। এব্যাপারে ভুক্তভোগী স্থানীয়রা জালি তারের বেঁড়া অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে আবেদন করবে বলে জানিয়েছেন। এবিষয়ে মামলার ১নং আসামী আবু তাহের জানান, রাস্তা সংক্রন্ত বিষয়ে আমরা কিছুই জানিনা। মোহাম্মদ শাহ জাহান আমাদের প্রতিবেশী। কি কারণে আমাকে বিবাদী করা হয়েছে তাও জানিনা। তবে রাস্তাটি দীর্ঘ বছরের জন যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা।

পাঠকের মতামত: