ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া প্রতিনিধি ::  পেকুয়ায় পানিতে ডুবে মো: আলছাদ নামক আড়াই বছরের বয়সী এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। আলছাদ ওই এলাকার মো: মামুনুর রশিদের ছেলে।

সুত্র জানায়, ওই দিন সকালে আলছাদের মা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শিশু সন্তান আলছাদকে নানার বাড়িতে নিয়ে যেতে পরনে নতুন জামা কাপড় পরান। মা বাড়ির ভিতরে পরিধান নিয়ে ব্যস্ত ছিলেন। এর অগোচরে আলছাদ বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যান। সেখানেই তার করুণ মৃত্যু হয়েছে। আলছাদের পিতা মামুনুর রশিদ পেকুয়া সদরের কলেজ গেইট চৌমুহনীর ব্যবসায়ী। দিদার মার্কেটের ইন্টারন্যাশনাল টেইলার্স এর স্বত্তাধিকারী মামুনুর রশিদ।

মামুনুর রশিদ জানায়, আমি সকালে দোকানে এসেছি। ছেলেকে নিয়ে আমার স্ত্রী শাশুর বাড়ির পেকুয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে ছেলে পুকুরে ডুবে মারা যায়। এ দিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত: