ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পানিতে ভেসে উঠল শিশু যুবরাজ

নাজিম উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে যুবরাজ নামের তিন বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫মে) সকাল ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজ্বী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবরাজ ওই এলাকার হাজ্বীর বাড়ির জসিম উদ্দিনের ছেলে। যুবরাজের চাচা এম.এ রহিম জানায়, ঈদের দিনে বাড়ির লোকজন ব্যস্ত ছিল। যুবরাজ উঠানে খেলছিল। খেলার ছলে কোন এক সময় বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। এ সময় পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এদিকে যুবরাজের করুন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

পাঠকের মতামত: