ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নারীদের নিয়ে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় নারীদের নিয়ে কমিউনিটি সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় পেকুয়া থানা হল রুমে ইউএনএফপিএ এর সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

পেকুয়া থানার এসআই আসমা ছৈয়দের পরিচালনা ওসি জাকির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) উম্মে কুলসুম মিনু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ এর ডিস্ট্রিক পেসিল্যাটর সুমন চাকমা।

বক্তব্য রাখেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, মহিলা আ’লীগের সভাপতি মর্জিনা বেগম, উপস্থিত নারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম।

সভাপতি জাকির হোসেন ভূঁইয়া বলেন, আপনার যারা অাজকে উপস্থিত হয়ে আমাদের সামনে কথা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, পেকুয়া বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক বিক্রি আর সেবন চলবেনা। আপনারা একথা গুলো প্রচার করুণ আর সচেতন হউন। আপনাদের সহযোগিতা নিয়ে আমি পেকুয়াকে শান্তি নগরী হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই।

পাঠকের মতামত: