ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দেড় শতাধিক টমটম চালকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান

পেকুয়া প্রতিনিধি ::  পেকুয়ায় দেড় শতাধিক টমটম চালককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মাঠে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিকি মারমা।

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও টমটম চালক সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মোঃ ফারুক।

টমটম চালকদের ত্রাণ সহায়তা দেয়ায় সংগঠনের সভাপতি মোঃ ফারুক মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত: