ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় মাদ্রাসা ছাত্রীসহ আহত-৫

রিয়াজ উদ্দিন, পেকুয়া :

পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় মাদ্রাসা ছাত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। জায়গার বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। ৭ নভেম্বর সকাল ৭ টার দিকে জারুলবুনিয়া ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই স্থানে ৬ শতক জায়গা নিয়ে মৃত মিয়া হোসেনের পুত্র মৌলভী রশিদ আহমদ ও একই এলাকার মৃত ইমাম শরীফের পুত্র আবুল হাসেমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ৭ টার দিকে মৌলভী আবদুর রশিদ বিরোধীয় জায়গায় কাজ করছিলেন। এ সময় মৃত মফজল আহমদের পুত্র আবদুল হাকিম, আবদুল হাকিমের পুত্র ফরিদুল আলম, আবুল হোসেনের পুত্র আক্তার হোসেন, মৃত ইমাম শরীফের পুত্র আবুল কাসেম গং লোহার রড, লাঠি দিয়ে অতর্কিত হামলা করে। হামলায় নুর মোহাম্মদ সওদাগরের পুত্র আজিজুর রহমান(২০), পহরচাঁদা ফাজিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী ও মৌলভী রশিদ আহমদের কন্যা সাদিয়া সোলতানা(১৪), তার বোন ৮ম শ্রেনীর ছাত্রী নাসরিন সোলতানা(১২), মৃত মিয়া হোসেনের পুত্র মৌলভী রশিদ আহমদ(৪২), তার স্ত্রী নাসিমা আক্তার(৩৫) গুরুতর আহত হয়। আহতদের পেকুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মৌলভী রশিদ আহমদ জানান, সন্ত্রাসীরা আমাকে ইতিপূর্বে কয়েকবার হত্যার হুমকি দিয়েছিল। এ ব্যাপারে আমি প্রশাসনের আশ্রয় নিয়েছি। তারা প্রশাসনকে উপক্ষো করে এ হামলা চালিয়েছে বলে জানান।

পাঠকের মতামত: