ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় খালেদা জিয়ার জামিনের খবরে মিষ্টি বিতরণ

পেকুয়া সংবাদদাতা :

কক্সবাজারের পেকুয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে। ১২ মার্চ সোমবার বিকেলে পেকুয়া আলহাজ্ব কবির আহম্মদ চৌধুরীর বাজারে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ এই মিষ্টি বিতরণ করেন। এসময় পেকুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনের নেতৃত্বে বাজারের ব্যবসায়ী , কৃষক শ্রমিক ও সর্বস্থরের মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি হারুনর রশিদ, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ইমু, পেকুয়া সদর যুবদলের সভাপতি ইউনুছ, সাধারণ সম্পাদক দিদার, মগনামা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সি.যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ খোকন, পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আজিম,উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মামুন আকিক, পেকুয়া সদর যুবদলের যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক জাকের হোছাইন, শ্রমিক দল নেতা কামাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ, পেকুয়া সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মইন উদ্দিন, ছাত্রদল নেতা মানিক, উপজেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক এরশাদুল আলম,শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক আরফাতুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল আজিজ, যুবনেতা রিফাত, ছাত্রনেতা নোমান প্রমুখ।

পাঠকের মতামত: