ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় কাঠ ব্যবসায়ী নেজাম হত্যায় ৮জনের বিরুদ্ধে মামলা

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় নেজাম উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৮জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। যার মামলা নং ০৮।

শনিবার দুপুরে নিহতের স্ত্রী শামিনা আক্তার বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি দায়ের করলে ওসি মুহাম্মদ সাইফুর রহমান মজুমদার মামলাটি রুজু করেন।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে বারবাকিয়া ইউপির পূর্ব ভারুয়াখালী এলাকায় সন্ত্রাসীরা গুলি করার পর ৬টি কোপ দিয়ে নেজাম উদ্দিনকে হত্যা নিশ্চিত করেন। নিহত নেজাম উদ্দিন একই এলাকার ছবির আহমদের ছেলে ও বারবাকিয়া বাজারের খুচরা কাঠ ব্যবসায়ী।

পেকুয়া থানার ওসি মুহাম্মদ সাইফুর রহমান মজুমদার মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

 

পাঠকের মতামত: