ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পেকুয়া প্রতিনিধি :::  বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পেকুয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে পেকুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিলটি বের করে। বিক্ষোভ মিছিলটি পেকুয়া চৌমুহনী, ইসলামী ব্যাংক হয়ে পেকুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আজিম, সাধারণ সম্পাদক এম ফরহাদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক এ,টি,এম হুমায়ূন কবির জাহেদ, শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ ছাত্রদল, বিএমআই ইনষ্টিটিউট ছাত্রদল ও উপজেলা, ও সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল পরবর্তী আলোচনায় নেতৃবৃন্দ বুয়েট ছাত্র আবরার হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। এই ছাড়াও তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করেন।

পাঠকের মতামত: