ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ার ইউএনও পেলেন এবার নতুন গাড়ি

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পেয়েছেন আধুনিকমানের নতুন মডেলের একটি গাড়ি। ইউএনও’র নামে জনপ্রশাসন মন্ত্রণালায়ের পরিবহন পুল থেকে বরাদ্দকৃত নতুন গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাইকা শাহাদাত এর হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন সাংসদ জাফর আলম।

ইউএনও’র নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাংগীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইকা শাহাদাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উন্মে কুলছুম মিনু, এমপির একান্ত সচিব আমিন চৌধুরী, পিএস ছালেহ আহমদ সুজন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন। ##

পাঠকের মতামত: