ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়া ও টেকনাফের ৬ ইউনিয়নের মনোনয়ন প্রত‍্যাশীদের সাক্ষাতকার শুরু

কক্সবাজার অফিস :: কক্সবাজারের ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেকুয়া উপজেলার একটি এবং টেকনাফ উপজেলা টেকনাফ উপজেলার পাঁচটি ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হয়েছে।

বেলা ১২ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহেশখালীর তিনটি ইউনিয়নের মনোনয়ন প্রত‍্যাশীদের সাক্ষাতকার শুরু হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

সূচনা বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনয়ন প্রবাসীদের উদ্দেশ্যে বলেন আওয়ামীলীগ একটি বৃহৎ সংগঠন এই সংগঠনের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার মত অসৎ চরিত্র রয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেন তার পক্ষেই কাজ করতে হবে।

এ সময় ঊপস্থিত ছিলেন জেলা যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল হক যুগ্মসাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, উপ-প্রচার সম্পাদক এম এ মঞ্জুর ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সদস্য ইউনুচ বাঙ্গালী।

পাঠকের মতামত: