ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্টান সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের সদ্য প্রতিষ্টিত পেকুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দিন ব্যাপি মরহুম আল্হাজ¦ কবির আহমদ চৌধুরী মাঠে এ অনুষ্টান সম্পন্ন হয়। বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১৮টি ইভেন্টে ৬ষ্ট শ্রেণী থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে পেকুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিন আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষকর্মকর্তা আ.ফ.ম হাসান। প্রতিষ্টতা মৌলানা হাসান রব্বানী এবং সহকারি শিক্ষক কামাল উদ্দিন দুলালে যৌথ পরিচালনায় অনুষ্টিত বার্ষিক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ.এম.এম শাহজাহান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক নুরুল হোছাইন, পেকুয়া এসডি সিটি সেন্টারের সতা¡ধিকারী ও শিক্ষানুরাগী ছরওয়ার আলম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল করিম ও পেকুয়া ছালেহা কবির সরকারি প্রাথীমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকতুল ইসলাম প্রমূখ। এছাড়া ওই দিন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য-সদস্যা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছত্রীদের অভিবাবকসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: