ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

পেকু্য়ায় মারপিটে আহত যুবকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :; কক্সবাজারের পেকুয়ায় দুই পক্ষে মারপিটে গুরুতর আহত শাহাব উদ্দিন (২৬) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (২৩অক্টোবর) রাত ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এমন তথ্য নিশ্চিত করেছেন ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।

নিহত যুবক উপজেলার টৈটং ইউপির বটতলি খুনিয়াভিটার মোঃ ইদ্রিসের ছেলে ও ফিশিং ট্রলারে শ্রমিক হিসাবে নিয়োজিত ছিলেন।

গত বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকেলে খুনিয়াভিটার একটি দোকানের সামনে নিহতকে মারধর করে গুরুতর আহত করে একই এলাকার বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে আবদু শুক্কুর।

এদিকে চিকিৎসাধীন অবস্থায় যুবক নিহত হওয়ার খবর পেয়ে স্থানীয়রাসহ নিহতের পরিবার গিয়ে প্রধান অভিযুক্ত আবদু শুক্কুরকে আটক করার পর ঘর বাড়িতে হামলার চেষ্টা করে। এ খবরটি ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী অবগত হওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়টি ইউপি চেয়ারম্যান তাৎক্ষনিকভাবে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, নিহত শাহাব উদ্দিন একটি ফিশিং ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। ওই ফিশিংয়ে মাঝি হিসেবে রয়েছে অভিযুক্ত আবদু শুক্কুর। যতটুকু জানতে পেরেছি নিহত শাহাব উদ্দিন অভিযুক্ত মাঝির কাজ থেকে ৭ হাজার টাকা পাওনা রয়েছে। ঘটনার দিন ওই টাকা নিয়ে দুইজনের মধ্যে বিতন্ডা হলে আবদু শুক্কুর নিরহ শাহাব উদ্দিনকে মারধর করে আহত করে। তাৎক্ষনিকভাবে পরিবারের পক্ষ থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনদিন চিকিৎসা শেষে রাত ৭টার দিকে মারা যায়।

এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

পাঠকের মতামত: