নিউজ ডেস্ক :: রামু থানার ৪ জন পুলিশ ও একই উপজেলার ২ সরকারি কর্মকর্তাসহ পর্যটন নগরী কক্সবাজার জেলায় আরও ৩৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এদের মধ্যে ৪৪ জনের রিপোর্ট পজিটিভ ও ৩৭৭ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।
নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১১ জন, রামু উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ৮ জন, উখিয়া উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ৬ জন, লোহাগাড়া উপজেলায় ৩ জন ও বান্দরবান জেলায় ২ জন রয়েছে।
এদের মধ্যে রামু থানার ৪ পুলিশ সদস্য, রামু উপজেলা পরিষদের ২ কর্মকর্তা, হাইটুপি গ্রামের একজন পুরুষ রয়েছে। তাছাড়া সদরের নতুন শনাক্ত হওয়া রোগিরা বাহারছড়া, হিমছড়ি, চাউল বাজার, নতুন বাহারছড়া, ফিশারীঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পাঠকের মতামত: