ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের রকেট হামলায় দুই ভারতীয় সেনা নিহত

অনলাইন ডেস্ক ::image-77393-1493636523

জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান রেঞ্জার্সের ছোঁড়া ওই হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এর বদলা নিতে এবার ভারতীয় সেনার তরফ থেকেও জোরদার হামলা করা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুঞ্চের কৃষ্ণ ঘাটি লাইন অব কন্ট্রোলের কাছে এ ঘটনা ঘটে। পাকিস্তান সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে নতুন করে উত্তেজনা শুরু হতে শুরু করে উপত্যকায়।

বিএসএফ’র এক মুখপাত্র দেশটির জাতীয় দৈনিক দ্য হিন্দুকে বলেন, লাইন অব কন্ট্রোলের কাছে পাক সেনাবাহিনী সকাল সাড়ে ৮টার দিকে অতর্কিত ভারী গোলাবর্ষণ শুরু করে। কেজি সেক্টরের পাক সেনাসদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে রকেট নিক্ষেপ করেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। তারা হলেন- বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনডের এক অফিসার। এ ঘটনায় অপর এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন।

পাঠকের মতামত: