ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

পর্যটক বিচরণে বাধা: সৈকতে ৩৫০ টিউব ধ্বংস, ওয়াটারবাইক জব্দ

শাহেদ মিজান, কক্সবাজার ::   পর্যটক বিচরণে বাধা হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ৩৫০ ওয়াটার টিউব ধ্বংস করা হয়েছে। একই অভিযোগে চারটি ওয়াটার বাইক জব্দ করা হয়েছে। রোববার পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল আশরাফ এই অভিযান পরিচালনা করেন।

সাইফুল আশরাফ জানান, সৈকতের যত্রতত্র টিউব স্থাপন করে পর্যটকদের চলাচলে বাধাগ্রস্ত করা হয়। এ কারণে এক অভিযান চালিয়ে সৈকতের যত্রতত্র রাখা ৩৫০ টি টিউব ধ্বংস করা হয়। অন্যদিকে পর্যটক হয়রানি করায় চারটি ওয়াটার বাইক জব্দ করা হয়।

তিনি আরো জানান, সৈকতের তিনটি পয়েন্টে নিরবিচ্ছিন্ন কিটকট বসানোয় পর্যটকদের সৈকতে প্রবেশে সমস্য হচ্ছিল। তাই প্রতিটি পয়েন্টে ৩০০ ফিট করে প্রবেশ পথ এবং প্রতি ৫০ টি কিটকট পর পর ২০ ফিট প্রশস্ত প্রবেশ পথ রাখা হয়েছে।

পাঠকের মতামত: