ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পকেটে দশ টাকার বেশি থাকলেই গ্রেফতার!

অনলাইন ডেস্ক ::adalot

ভারতের বেশকিছু প্রাচীন আইন বাতিল হতে চলেছে। প্রাচীনই বটে। কারণ তাদের ব্যবহার এখন প্রায় অচল। ভারতের আধুনিকীকরণের পথে যা বাধা হয়ে দাঁড়াচ্ছে। নরেন্দ্র মোদি সরকার আইন সংস্কারের পথে হাঁটতে চাইছে। আর তাই বাতিল হতে চলেছে প্রায় ১২০০টি আইন। এছাড়াও তালিকায় যোগ হয়েছে আরও ১৮২৪টি আইন, যেগুলি বাতিলের খাতায় তোলা হয়েছে।

দেশটির প্রশাসনের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য যে মসৃণ ও বাধাহীন আইনের প্রয়োজন, এগুলির সবকটাই সে পথে অন্তরায়। তাই আইন বাতিল করার পথে খুব তাড়াতাড়িই হাঁটতে চলেছে মোদি সরকার। এরকম অসংখ্য আইনের মধ্যে একটি আইন বলছে, গঙ্গায় ফেরি চলাচলের ভাড়া কখনোই দুই আনার বেশি হতে পারবে না। আবার ১৮৭৮ সালের একটি আইন অনুযায়ী রাজস্ব দপ্তরকে না জানিয়ে যদি কোন নাগরিকের কাছে ১০ টাকার বেশি পাওয়া যায়, তাঁকে গ্রেফতার করতে হবে।

ভারতে কাজের সুবিধার্থে প্রায় ১০৩১টি আইনকে অচল বলে ঘোষণা করা হয়। বর্তমান সরকার এই কাজের উপর আরো জোর দিয়ে আইন বিভাগের আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। এরজন্য প্রয়োজনীয় বিলও তৈরি হয়েছে।

পাঠকের মতামত: