ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নূর আহমদ আনোয়ারী জেলা জামায়াতের আমীর নির্বাচিত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মাওলানা নূর আহমদ আনোয়ারী কক্সবাজার জেলা জামায়াত ইসলামের আমীর নির্বাচিত হয়েছেন। জেলা জামায়াত ইসলামের রুকন বৈঠকে রুকনদের গোপনীয় ভোটে মাওলানা নূর আহমদ আনোয়ারী’কে আমির নির্বাচিত করা হয়। জেলা জামায়াত ইসলামী’র বিশ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ নভেম্বর মাওলানা নূর আহমদ আনোয়ারী নতুন আমির হিসাবে শপথ নিয়ে আমীর ভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার দায়িত্ব গ্রহন করেছেন। সুত্রমতে, খুব শীঘ্রই জেলা জামায়াত ইসলামীর শুরা বৈঠকের মাধ্যমে জেলা কমিটির সেক্রেটারি নির্বাচন সহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

নতুন জেলা আমীর মাওলানা নূর আহমদ আনোয়ারী সদ্য বিদায়ী কক্সবাজার জেলা আমীর আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৮ সালের ২০ নভেম্বর তৎকালীন কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম রহিমুল্লাহ ইন্তেকাল করলে সংগঠনের জ্যেষ্ঠ সহ সেক্রেটারি, সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদ আহমদ ফারুকী তখন থেকে সেশনের অবশিষ্ট সময়ের জন্য সংগঠনের জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

টেকনাফের হোয়াইক্ষ্যং এর কাঞ্জরপাড়ার মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রায় ৫৫ বছর বয়সী মাওলানা নূর আহমদ আনোয়ারী টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের পর পর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় মাওলানা নূর আহমদ আনোয়ারী টেকনাফের হৃীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে দায়িত্বে রয়েছেন। সজ্জ্বন, অমায়িক ও মৃদুভাষী মাওলানা নূর আহমদ আনোয়ারী জেলা জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত হওয়ার আগে কক্সবাজার জেলা জামায়াত ইসলামী’র নায়েবে আমির, সহ সেক্রেটারি, টেকনাফ উপজেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।

পাঠকের মতামত: