ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও রামুর সাদিয়া আফরিন কচি

হাফিজুল ইসলাম চৌধুরী :  ১৮ মাস পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল বিদায় নিয়েছেন। তাঁকে পদোন্নতি দিয়ে কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি ২০১৬ সনের সেপ্টেম্বরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছিলেন। তাঁর বিদায়ী কর্মস্থলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এসিল্যান্ড সাদিয়া আফরিন কচি যোগদান করেছেন। বৃহস্পতিবার (২১জুন) তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ববার হস্তান্তর করেন বিদায়ী ইউএনও এস এম সরওয়ার কামাল। এসময় নবাগত ও বিদায়ী ইউএনওকে নানা শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

রামু উপজেলার পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের বাসিন্দা প্রকৌশলি মাহমুদুল হকের একমাত্র কণ্যা সাদিয়া আফরিন কচি ২০১০ সনে চাকুরিতে যোগদান করেন। যোগদানের পর বান্দরবান জেলা সদরে ম্যাজিস্ট্রেট ও আরডিসি হিসাবে পরে লোহাগাড়া উপজেলায় এসিল্যান্ডের দায়িত্ব পালন করেন। লোহাগাড়া থেকে সম্প্রতি পদোন্নতি পেয়ে ইউএনও হিসাবে নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদান করেন।

উল্লেখ্য: নাইক্ষ্যংছড়ি উপজেলায় নব নিয়োগকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা।

পাঠকের মতামত: