সংবাদ বিজ্ঞপ্তি ::
কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি ও কক্সবাজার প্রেসক্লাব সভাপতি—সাধারণ সম্পাদকের সাথে সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নব—নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। যেকোন সংকটকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সাংবাদিকরা। তাই সাংবাদিকদের সবসময় পেশদারিত্ব বজায় রাখতে হবে। চর্চা করতে হবে উন্নয়ন সাংবাদিকতা। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা ও দেশ এবং জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে’র কার্যনির্বাহী সদস্য প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, সাংবাদি সংসদ কক্সবাজারের সহ—সভাপতি এস.এম ছৈয়দুল্লাহ আজাদ, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শাম্স, অর্থ সম্পাদক শিপন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: