লোহাগাড়া প্রতিনিধি :: চট্টগ্রামের লোহাগাড়ায় দাফনের ২৫ দিন পর হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র লোহাগাড়ার মোসাদ্দেক হোসেন ফালুর লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পুটিবিলা মাওলানা পাড়ার পারিবারিক কবরস্থান থেকে এ লাশটি উত্তোলন করা হয়েছে।
বিষয়টি লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ফালুর স্বজনদের সন্দেহ ছিল তাকে হত্যা করা হয়েছে। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে অভিযোগের ভিত্তিতে লাশটি উত্তোলনের আদেশ দেওয়া হয়। এ আদেশের ভিত্তিতে লাশটি উত্তোলন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ২ অক্টোবর চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোসাদ্দেক হোসেন ফালু। পরদিন ৩ অক্টোবর ময়নাতদন্ত ছাড়াই লোহাগাড়ার পুটিবিলা মাওলানা পাড়ায় পারিবারিক কবরস্থানে লাশের দাফন করা হয়।
মোসাদ্দেক হোসেন ফালু ওই এলাকার আমিনুল হকের ছেলে। তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মাস্টার্সের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পাঠকের মতামত: