ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিশাল গণসংবর্ধনায় সালাহউদ্দিন সিআইপি

চকরিয়া-পেকুয়ায় মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে নৌকায় ভোট দিন

জমিদখল-বালুদস্যুতা-চাঁদাবাজি-গরু চুরি-চিংড়িঘের দখল রোধে নৌকায় ভোট দেওয়ার আহবান বক্তাদের

এম জিয়াবুল হক, চকরিয়া ::
কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অনেক নেতা মনোনয়ন চেয়েছেন। তাদের মধ্যে যাছাই বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি মনোনীত করেছেন। তাঁর একটাই কারণ, সেটি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়েছেন, বিগত সময়ে চকরিয়া পেকুয়ার মানুষ জায়গা জমি, চিংড়িঘের, খাল বিল পুকুর জলাশয় দখলবেদখল, নানাভাবে হামলা লুটপাট ও শাররীক মানসিকভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন। নানাবিধ চাঁদাবাজির কবলে পড়ে জিন্মিদশায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সরকারের থাকলেও স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা নানাভাবে লাঞ্ছিত হয়েছেন। এমনকি দলে উপেক্ষিত হয়েছেন। মুলত এসব অন্যায় অবিচার চিরতরে বন্ধ করার জন্য এবং অশান্ত চকরিয়া পেকুয়াকে শান্ত করতে ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মান ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় চকরিয়া পেকুয়াবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি আজকের জনসভায় কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা ও বিপুল ভোটে বিজয়ী হলে চকরিয়া পেকুয়া উপজেলা থেকে সবধরনের দখলবাজি, চাঁদাবাজি, গরু চুরি, চিংড়ি ঘের দখল থেকে শুরু করে সকল অন্যায় অবিচার বন্ধ করা হবে। যাঁরা এসব কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। চকরিয়া পেকুয়ার মানুষ সেইদিন রাতে ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারবে।

আজ বুধবার (২৯ নভেম্বর) বিকালে চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে আওয়ামী লীগের উদোগে আয়োজিত গণসংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাফিয়া খাতুন।

সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতশীল রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। দেশ এখন উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শেখ হাসিনা সরকার চট্টগ্রাম থেকে কক্সবাজারে স্বপ্নের রেললাইন উপহার দিয়েছেন। দেশের প্রথম চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ট্যানেল নির্মাণ করেছে। মগনামায় তৈরি করেছে দেশের প্রথম শেখ হাসিনা বানৌজা নৌ ঘাটি সাব মেরিন স্টেশন, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে বিমান পড়বে সমুদ্রের পানিতে। মাতামুহুরী নদীতে হয়েছে বহুপ্রতিক্ষিত নতুন সেতু।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা চকরিয়া পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। আপনাদের সন্তান হিসেবে আমাকে ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবক হবার সুযোগ দিন। আমি সম্মানিত চকরিয়া পেকুয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণের দোয়া ও সহযোগিতা চাই।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাবেক বাণিজ্য সম্পাদক খালেদ মিথুন, জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, এসএম গিয়াস উদ্দিন, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী, মোজাফফর হোসেন পল্টু, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগ নেতা জাফর আলম ছিদ্দিকী, সোলতান মাহমুদ টিপু, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সাবেক সাধারন সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, এডভোকেট ফয়জুল কবির, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, রবিউল এহেছান লিটন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রুবেল, সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব, ছাত্রলীগ নেতা বুলেট ফারুক, এম নুরুল আমিন টিপু প্রমুখ।

সংবর্ধনার আগে গতকাল দুপুর দুইটায় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি রাজধানী ঢাকা থেকে সড়ক পথে চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টে পৌঁছে। সেখানে চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলস্থরের নেতাকর্মী তাঁকে বরণ করেন। এরপর এক হাজারের বেশি গাড়িবহরে নেতাকর্মীদের নিয়ে পথে পথে অভিবাদন নিয়ে বিকাল চারটায় সংবর্ধনাস্থলে উপস্থিত হন সালাহউদ্দিন সিআইপি। তাঁর আগে চকরিয়া পৌর বাসটার্মিনালের মাঠ লোকে লোকারন্য হয়ে যায়।

পাঠকের মতামত: