সি এন ডেস্ক ::
আগামী ৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন। রবিবার (৪ নভেম্বর) কমিশন সভা শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘কমিশনের সভায় আগামী ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন কোনও এক সময় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।’
তবে, ঘোষণাটি দুপুরে হওয়ার সম্ভাবনার কথা জানান শাহাদত চৌধুরী।
এক প্রশ্নের জবাবে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল আমাদের। তবে, সব কিছু বিচার-বিবেচনা করে আমরা ৮ নভেম্বর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’
তফসিল ও ভোটগ্রহণের মধ্যে কত দিন ব্যবধান হবে, এমন প্রশ্নের জবাবে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ‘একটা স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী আমরা ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবো। এটা ৪৫ দিনের কাছাকাছি হতে পারে।’
রবিবার সন্ধ্যা পৌনে ছয়টায় সিইসি কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সংসদ নির্বাচনে সেনাবহিনী মোতায়েনের কোনও সিদ্ধান্ত হয়নি বলেও শাহাদত হোসেন চৌধুরী জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতগুলো আসনে হবে তা সিদ্ধান্ত হয়নি।’
২৫ ডিসেম্বর বড় দিনের আগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
পাঠকের মতামত: