ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ডুলাহাজারায় সড়ক দূর্ঘটনায় চালক নিহত, আহত ৫

mail.google.comমোস্তফা কামাল, ডুলাহাজারা ::

কক্সবাজারচট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল নামক এলাকায় হাইয়েস-ট্রাক সংঘর্ষে হাইয়েস চালক নিহত হয়েছে। এতে হাইয়েসে থাকা আরো ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আজ ৩০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এস.আই মো: জামাল হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে। নিহত হাইয়েস চালক কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পালপাড়া এলাকার রতন পালের ছেলে রানা পাল (২৫) বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামমূখী ১টি যাত্রীবাহী হাইয়েস চট্টমেট্রো চ-১১-৩৮৭৩ এবং একই মূখী মালবাহী ট্রাক ঢাকামেট্রো ট-১১-২০৮৪ নং গাড়িটিকে যাত্রীবাহী হাইয়েস পেছন দিয়ে মেরে হাইয়েসটির সামনের অংশ দুমড়ে মুষড়ে গিয়ে ঘটনাস্থলেই হাইয়েস চালকে মৃত্যু হয়। এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই মো: জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, সকালে সড়ক দূর্ঘটনায় নিহত হাইয়েস চালকের লাশ উদ্ধার করা হয়েছে ও দূর্ঘটনাকৃত গাড়ি ২টি আটক রয়েছে। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

পাঠকের মতামত: