নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া ডুলাহাজারা সাফারী পার্কের কর্মকর্তা ও কর্মচারী পার্কের অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি এক নলা লম্বা বন্দুক উদ্ধার করেছে। এসময় অবৈধ অস্ত্র বহনকারী দুই বণ্য প্রাণী শিকারীকে পাকড়াও করলেও চাকু দিয়ে পার্কের কর্মকর্তা দের হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ৯ টায় সাফারি পার্কের ভেতর হাতির বেষ্টনী এলাকায়।
পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ওইদিন রাত ৯ টার দিকে খবর পাই একদল বণ্যপ্রাণী শিকারী অবৈধ অস্ত্র নিয়ে প্রাণী শিকার করতে কাটা তারের বেষ্টনী টপকিয়ে সাফারি পার্কের হাতির বেষ্টনী এলাকায় প্রবেশ করে।
খবর পেয়ে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. মাজহারুল ইসলাম অপরাপর কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাৎক্ষণিক ওই এলাকায় জঙ্গলে অভিযান চালায়। এসময় দুই শিকারীকে একটি বন্দুক সহ আটক করার চেষ্ঠা করলে তাদের হাতে থাকা চাকু দিয়ে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের হামলা করে বন্দুকটি ফেলে পালিয়ে যায়। পরে ওখান থেকে শিকারীদের ফেলে যাওয়া একটি এক নলা লম্বা বন্দুক জব্দ করে পার্ক কর্তৃপক্ষ।
চট্টগ্রামের বন্যপ্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শিকারীদের কাছ থেকে এক নলা লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. মাজহারুল ইসলাম বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র ও বণ্যপ্রাণী হত্যা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, ডুলাহাজারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চা বাগান এলাকার বাবুল রক্ষিতের ছেলে তাপস রক্ষিত ও একই এলাকার বিনয় তালুকদারের ছেলে অমিত শাহ।
পাঠকের মতামত: