ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

ডিসি সাহেবের বলী খেলার প্রধান আকর্ষণ ২ নারী বলী

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : শুক্রবার ৬ মে শুরু হওয়া ডিসি সাহেবের বলী খেলার অন্যতম আকর্ষন হলো জাতীয় কুস্তি টিমের ২ জন যুবতী নারী বলী। এ ২ জন প্রমীলা যুবতী বলী ডিসি সাহেবের বলী খেলায় শুক্রবার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উপস্থিত থেকে দর্শকদের শুভেচ্ছা জানান।

ঢাকা থেকে আসা যুবতী বলীর একজন হচ্ছে-ফাতেমা এবং অপরজন পিভি রায়। তাঁরা ২ জনই জাতীয় কুস্তি টিমের খেলোয়াড়। ২ জনই দেশের বিভিন্ন মাঠে ছাড়াও সাফ গেমমস, নেপাল সহ বিভিন্ন দেশে জাতীয় টিমের হয়ে আন্তর্জাতিক কুস্তি খেলায় লড়ছেন।

নারী বলী ফাতেমা এবং পিভি রায় দর্শকদের শুভেচ্ছা জানাতে শুক্রবার বিকেলে ঢোলের তালে তালে হাত উঁচিয়ে স্টেডিয়ামের চতুর্পাশে রাউন্ড দেওয়ার সময় উৎসুক দর্শকেরা আনন্দে মেতে উঠেন। বলী খেলা চলাকালে এ ২ জন যুবতী বলীর প্রতি দর্শকদের দৃষ্টি ও তাদের বলী খেলা দেখার জন্য উদগ্রীব ছিলেন বেশী। স্থানীয় কোন নারী বলী প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য না পেলে ফাতেমা ও পিভি রায় এর মধ্যে প্রতিযোগিতা হবে জানান তারা। সুদর্শনা ফাতেমা ও পিভি রায়ের খেলা দেখতে স্টেডিয়ামে দর্শকদের মাঝে বেশ কৌতুহল লক্ষ্য করা গেছে।

পাঠকের মতামত: