ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফের নিখোঁজ প্রবাসীর লাশ চকরিয়ায় উদ্ধার

lasটেকনাফ প্রতিনিধি ।।

টেকনাফে দুবাই হতে আসা প্রবাসী ও ১সন্তানের জনক বাজার করে জনৈক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ থাকার ৪দিনপর চকরিয়ার পাইশ্যাখালীর ঢালা হতে পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্ট মর্টেম শেষে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়,২৯এপ্রিল সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীর আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম প্রকাশ মনিয়া (৩২) এর লাশ পোস্ট মর্টেম শেষে বাদে মাগরিব স্থানীয় নয়াপাড়া গোরস্থানে জানাজার নামাজ শেষে দাফন করা হয়। সে দীর্ঘ ৫/৬ বছর দুবাইতে ছিল। চলতি মাসের শুরুর দিকে সে বাড়িতে আসে। সে বিবাহিত ও ১সন্তানের জনক। হঠাৎ নৃশংসভাবে তাকে খুনের খবর ছড়িয়ে পড়ায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে সে কি কারণে নৃশংস খুনের শিকার হয়েছে;সেই বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেনা। এই ব্যাপারে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য গত ২৫এপ্রিল সকালে বাজার করার পর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়ে যান দুবাই ফেরত মনিয়া। সম্ভাব্য স্থানে তল্লাশীর পর কোথাও না পেয়ে পরিজন উদ্বিগ্ন হয়ে উঠে। গত ২৮ এপ্রিল দুপুর ১২টারদিকে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে পাইশ্যাখালী ঢালার পাশ্ববর্তী এলাকা হতে পরিত্যক্ত একটি মৃতদেহ উদ্ধার করে। পুলিশ খোঁজ-খবর নিয়ে লাশটি টেকনাফের ঝিমংখালীর বাসিন্দা আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম প্রকাশ মনিয়া (৩২) প্রকাশ মনিয়া বলে নিশ্চিত হয়ে পরিজনকে খবর দিয়ে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করে। চকরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

 

পাঠকের মতামত: